
মনিরামপুর (যশোর) প্রতিনিধি:যশোরের মনিরামপুর পৌর সভার স্বরুপদাহ গ্রামের মৃত আসাদুল্লাহ মুন্সির মেজ ছেলে আলহাজ্ব বদিউজ্জামান রাত আনুমানিক ১টার দিকে যশোর সদর হাসপাতালের করোনারী কেয়ার ইউনিটে চিকিৎসাধিন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)।মৃত্যু কালে তিনি স্ত্রী ৪ছেলে ও ৩মেয়ে রেখে জান।এবং তার বড় ছেলে আলহাজ্ব আব্দুল ওদুদ বন্ড বিক্সসের মালিক। মেজ ছেলে আব্দুল ওহাব মনি নিউ বোল্ডের মালিক। সেজ ছেলে আব্দুল আজিজ গোল্ড ব্রিক্রের মালিক। ছোট ছেলে মোঃ জসিম উদ্দিন নিউ বোল্ডের মালিক। এবং বড় মেয়ে ফতেমা খাতুন মিনু তার স্বামী রহিতা সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক । মেজ মেয়ে রহিমা খাতুন ত্রিমোহনী মহিলা বালিকা বিদ্যালয় সহকারী শিক্ষিকা এবং ছোট মেয়ে নাছিমা খাতুন রেখার স্বামী আব্দুর রোব বোল্ড বিক্সের মালিক এ ছাড়া অংশক গুণিজন রেখে জান এবং সংস্পর্শ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেণ ইট ভাটার মালিক সমিতি ও কর্মরত সংবাদিক বৃন্দ।