
নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোর মনিরামপুরে হরিহরনগর ইউনিয়নের খাটুরা মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে আগামী এক বছর সামাজিক উন্নয়ন ও অসহায় মানুষের মাঝে সেবা প্রদান বিষয়ক কর্মপরিকল্পনা ও পরিচিতি সভায় দিক নিদর্শননা ম‚লক আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। মোঃ ফেরদৌস হিমেলের সভাপতিত্বে ও মোঃ আমিনুল ইসলাম বুলবুল সংগঠনের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে। অর্থ সম্পাদক হিসাবে আল মামুন হোসেন বিগত এক বছরের সকল আয় ও ব্যায়ের চুড়ান্ত হিসাব সকলের মাঝে তুলে ধরেন। পাশাপাশি সংগঠনের দীর্ঘ এক বছরে যেসেকল কার্যক্রম সাধারণ মানুষের মাঝে প্রদান করেন সেগুলোর স্বচ্ছতার মধ্য দিয়ে পালন করেন বলে সবাইকে জানান।
অনুষ্ঠান পরিচালনা দায়িত্ব পালন করেন মোঃ শরিফুল ইসলাম শরিফ উক্ত আলোচনা সভার সভাপতি মোঃ ফেরদৌস হিমেল সকলের মাঝে সামাজিক ও অসহায় মানুষের মাঝে চিকিৎসা সেবা,বাল্য বিবাহ, মাদক, ও গ্রামিণ জনপদে মানুষের মাঝে সংগঠনের কার্যপরিধি ও সচেতনতা বৃদ্ধিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পরামর্শ দেন। পাশাপাশি তিনি নিজ এলাকার মানুষের চিকিৎসা সেবা দোর গোড়ায় পৌঁছাতে মাসে স্বাস্থ্য সেবা ক্যাম্পাই ব্যাবস্থা চালু করবেন বলে অঙ্গিরাক ব্যাক্ত করেন।পরিশেষে আগামী এক বছরের জন্য ৬২ সদস্য বিশিষ্ট একটি কমিটির তালিকা প্রকাশ করেন ।এসময় উপস্থিত ছিলেন, এম এম শাওন, কুরবান হোসেন, মালেক হোসেন, উজ্জাল হোসেন, শামিম রেজা চঞ্চল, আমিনুল ইসলাম বুলবুল, জুুয়াবের হোসেন, আল মামুন হোসেন, রাকিব হাসান নাইম, রিয়াজুল ইসলাম হৃদয়, ফয়সাল হোসেন, নাইম হোসেন, রাব্বি, কামরুল ইসলাম, আবু হুরায়রা, রাইসুল ইসলাম জীম, আবির, লিওন, কনক, সজল, সাইজুল ইসলাম, জাহিদ হাসান, হাবিবুর রহমান, হাবিবুর রহমান ইমন, ইনামুল হোসেন, গোলাম রসুল, মুছা, আরিফুল ইসলাম, তামিম, উজ্জল সহ প্রম‚খ।