আতিয়ার রহমান, মনিরামপুর (যশোর) প্রতিবেদক: যশোরের মনিরামপুরে ধান ক্ষেত থেকে জালাল উদ্দীন (৫৫) নামে এক চা বিক্রেতার লাশ উদ্ধার করেছে মনিরামপুর থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার খালিয়া গ্রামের ঈদগাহ মাঠের পার্শ্বে একটি ফসলের ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খালিয়া গ্রামের মিকাইল হোসেন জানান, হত্যাকান্ডের শিকার জালাল উদ্দীন আমার প্রতিবেশি মৃত. আজিবর রহমানের ছেলে। খালিয়া মাদ্রাসার সামনে তার একটি চায়ের দোকান রয়েছে। বৃহস্পতিবার সকালে ফজরের আযান হলে বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে রওয়ানা হন জালাল। পথিমধ্যে ঈদগাহের নিকট পৌছালে দূর্বৃত্তদের হাতে খুন হন তিনি। স্থানীয় চেয়ারম্যান শামসুল হক মন্টু হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কেউ আটক হয়নি, হত্যাকান্ডের ক্লু উদঘাটনের চেষ্টা চলছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।