নিজস্ব প্রতিবেদক, যশোর: গোপন সংবাদের ভিত্তিতে রাজগঞ্জ পুলিশ ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। পুলিশ জানান, ৯ আগস্ট সোমবার বিকাল চারটার দিকে মনিরামপুর উপজেলার হাজরাকাটি গ্রামস্থ পাজাখোলা খেয়াঘাট দিয়ে ১ কেজি গাঁজা নিয়ে এক মাদক ব্যবসায়ী পার হবে। এমন সংবাদ পেয়ে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর শহীদ তিতুমীর সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অবস্থান নিয়ে নৌকায় পার হওয়া ব্যক্তিকে আটকায়। এবং এক কেজি গাঁজাসহ সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার দেয়াড়া গ্রামের মৃত মহর আলীর ছেলে মুনসুর আলী সরদার(৫০)কে আটক করেন। এ বিষয়ে ইন্সপেক্টর জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর নামে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।