প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৫, ৭:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৪, ২০২৫, ৮:৪৬ অপরাহ্ণ
মনিরামপুরে আম দেয়ার নাম বলে চার বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা
এস এম আতিয়ার রহমান,মনিরামপুর(যশোর) প্রতিনিধি : যশোরের মনিরামপুরে আম দেওয়ার কথা বলে চার বছর বয়সী পুতনিকে ধর্ষন চেষ্টার অভিযোগে এলাকাবাসী দাদা আল আমিনকে শনিবার রাত ১১ টার দিকে আটকের পর পিটুনি দিয়ে গাছের সাথে বেঁধে রাখে। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে। এ ঘটনায় আটক দাদার বিরুদ্ধে গতকাল রোববার দুপুরে থানায় মামলা করা হয়েছে। আটক আহত আল আমিনকে পুলিশি প্রহরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা চলছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার খানপুর ইউনিয়নের বাঙ্গালীপুর গ্রামের এক কৃষকের চাচা আল আমিন হোসেন(২৮) তার চার বছর বয়সী মেয়ে( সম্পর্কে পুতনি)কে শনিবার সকাল ১০ টার দিকে আম দেওয়ার কথা বলে নিজের ঘরে নিয়ে যায়। অভিযোগ রয়েছে এ সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে ঘরের মধ্যে নিয়ে পুতনিকে ধর্ষন চেষ্টা চালায়।
এসময় ওই শিশুর চিৎকারে আশপাশের লোকজন টেরপেয়ে গেলে আল আমিন পালিয়ে যায়। রাত আটটার দিকে এলাকাবাসী আল আমিনকে গ্রাম থেকে আটকের পর পিটুনি দিয়ে গাছের সাথে বেঁধে রেখে থানায় খবর দেয়। রাত সাড়ে ১১ টার দিকে পুলিশ আল আমিনকে আটক করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নূর মোহাস্মদ গাজী জানান, ধর্ষন চেষ্টার ঘটনায় ভিকটিমের পিতা বাদি হয়ে আল আমিনের বিরুদ্ধে মামলা করেছেন।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.