মনপুরা (ভোলা) সংবাদদাতা:
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দ্বীপ জেলা ভোলার দুর্গম চরাঞ্চলের প্রায় শতাধিক রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা ও স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দিয়েছেন মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আবু সালেহ মোঃ ইদ্রিস।
মনপুরা হাসপাতালের মানবিক ডাক্তার আবু সালেহ মোঃ ইদ্রিস। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নিজ উদ্যোগে প্রত্যন্ত অঞ্চল মনপুরা থেকে একেবারে বিছিন্ন দ্বীপ চরকলাতলি যান এবং ফ্রিতে চিকিৎসা সেবা ও পরামর্শ দেন, মহান স্বাধীনতা দিবসকে স্বরন করে, জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে এই মেডিকেল ক্যাপ।
চরকলাতলি লোকজন মনপুরা হাসপাতালের বড় ডাক্তার পেয়ে মহা খুশি,তারা স্বপ্নে ও ভাবতে পারে না যে, বন্ধের দিনে হাসপাতালের ডাক্তার চরকলাতলি এসে ফ্রি চিকিৎসা দিবে।
ডাঃ আবু সালেহ মোঃ ইদ্রিস ও মেডিকেল টিম কে সার্বিক সহযোগিতা করেছেন ১নং মনপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমানত উল্লাহ আলমগির।
এই ব্যাপারে জানতে চাইলে ডাঃ আবু সালেহ মোঃ ইদ্রিস বলেন , মুক্তিযোদ্ধাগন আমাদের অহংকার ও গর্ব, যাঁরা নিজেদের জীবনের মায়া ত্যাগ করে, দেশ ও মানুষের কথা ভেবে মুক্তিযোদ্ধে অংশ নেন ও মুক্তিযোদ্ধে অংশগ্রহণ করে শহীদ হন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে আমার এই আয়োজন।