
সাতক্ষীরা প্রতিনিধি :
শিক্ষা, ঐক্য ও প্রগতি এই প্রতিপাদ্যকে ধারণ করে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মীসভা ও ৩১ দফা ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৪ টায় ঘোনা বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাঈদ হোসেন এবং সহ-সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মনজুরুল আলম বাপ্পি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মহাসিন আলম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক আসিব মাহমুদ রিপন, সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনারুল ইসলাম শান,সাবেক জেলা ছাত্রদলের প্রযুক্তি বিষয়ক সম্পাদক আতাউর রহমান তপু, সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মধু, ভোমরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম, আলিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম জিকু, সাধারণ সম্পাদক আতিকুর রহমান সুজন, সীমান্ত আদর্শ কলেজ ছাত্রদলের আহবায়ক জাহিদ হাসান, শহিদ স্মৃতি ডিগ্রি কলেজের সদস্য সচিব সাব্বির হোসেন, গুনাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আলামিন হোসেন মিলন, ও তানভিরুল হোসেন অভি প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। তারা বলেন, শিক্ষা ও সংগঠন— উভয় ক্ষেত্রেই তরুণ প্রজন্মকে সচেতন, ঐক্যবদ্ধ ও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। সভার শেষাংশে জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
অনুষ্ঠান শেষে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শ্রেষ্ঠ নেতৃত্বদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন অতিথিরা।