সাতক্ষীরা পৌরসভার ভবনে মধ্যরাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে জামশেদ নামে পৌরসভার এক কর্মচারী আহত হয়েছে। সাতক্ষীরা ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল আলিম’র নেতৃত্বে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে দেড় ঘন্টার ব্যবধানে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি। এদিকে পৌরসভার সিইও এবং ভারপ্রাপ্ত মেয়রের দাবী পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করা হয়েছে। সাতক্ষীরা পৌরসভার পিছনের বাসিন্দা বিজয় সরকার বলেন, রাত ১১টায় ৫৯মিনিটে সাতক্ষীরা পৌরসভার তৃতীয় তলায় ধোয়া উঠতে দেখি। তার পরপরই ফায়ার সার্ভিস কর্মীদের ফোন সংবাদ দেয়। পরে ফায়ার সার্ভিস এসে দেড়ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রনে আনে। সাতক্ষীরা ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল আলিম, রাতে সাতক্ষীরা পৌরভবনে অগ্নিকান্ডের খবর শুনে আমাদের তিনটি ইউনিট কাজ করে দ্রুত আগুন নিয়ন্ত্রণ এনেছি। কিভাবে আগুনে সূত্রপাত হয়েছে তদন্ত করে বলতে পারবো।