নিজস্ব প্রতিবেদক: শুক্রবার সন্ধ্যা ৬টায় মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির মাসিক সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও পর্যালোচনা হয়। আলোচনা সভার শুরুতে সাতক্ষীরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফি উদ্দৌলা সাগরের পিতার রুহের মাগফেরাত কামনা করা হয়। মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির সভাপতি, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি ও এম আর পরিবহনের চেয়ারম্যান নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর ৯নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ শফিউদ্দৌলা সাগরের মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনছারুজ্জামান, সহ-সভাপতি অধ্যক্ষ আবু সাইদ, আনারুল ইসলাম, অধ্যক্ষ অলোক কুমার তরফদার, সেটেলমেন্ট অফিসার সেলিম, যুগ্ন-সাধারণ সম্পাদক আবু তালেব, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, ক্যাশিয়ার আব্দুস সাত্তার, কার্যনির্বাহী সদস্য মঞ্জুর আলী, মোস্তফা, গফুর আলী, মুবির। মধুবাগের উন্নয়ন ও নিরাপত্তা বিষয়ক বিভিন্ন বিষয়ক আলোচনা হয়। এসময় উপস্থিত ছিলেন মধুবাগ আবাসিক এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। সভায় সার্বিক সহযোগিতা করে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার ৯ নম্বর ওয়ার্ডের কর্মীবৃন্দ।
মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির মাসিক
পূর্ববর্তী পোস্ট