নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পৌরসভার ৯ নং ওয়ার্ডের মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় এ সভা অনুষ্ঠিত হয়েছে।
শেখ রাসেল জাতীয় শিশুকিশোর পরিষদ পৌর শাখার সভাপতি নুরুল হকের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা আনসারুজ্জামানের সঞ্চালনায় মাসিক সভায় উপস্থিত ছিলেন, সেটেলমেন্ট অফিসার আব্দুস সেলিম, ডাঃ ইকরামুল হক, সাতক্ষীরা সিটি কলেজ অধ্যক্ষ আবু সাইদ, ব্যাংকার আব্দুস সাত্তার, পরিবার পরিকল্পনা অফিস তত্ত¡াবধায়ক আবু তালেব, প্রধান শিক্ষক অলক কুমার তালুকদার, আব্দুল জলিল পেশকার, গোলাম মোস্তফা, আলমগীর, সোহেল, মঞ্জুরুল, তৈয়বুর সহ কমিটির অন্যান্য সদস্যরা।
সভায় মধুবাগ আবাসিক এলাকার সার্বিক ও সম্ভাব্য উন্নয়নের চিত্র তুলে ধরা হয়। এছাড়াও আবাসিক এলকায় শিক্ষা প্রতিষ্ঠান স্থাপণ সংক্রান্ত বিষয়েও বিসদ আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।
মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পূর্ববর্তী পোস্ট