আব্দুর রহিম, কালিগঞ্জ: কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের খাজাবাড়িয়া গ্রামে গ্রামের যুব সমাজদের নবগঠিত “খাজাবাড়িয়া উন্নয়ন ফাউন্ডেশন” এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ৯ টায় নবগঠিত ফাউন্ডেশন এর সভাপতি মো. মমিনুর রহমান গাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ গাইন সঞ্চালনায় ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা আ.লীগের সিনিয়র সহ -সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী। উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাকিম। এ সময় বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও ডিএমসি ক্লাবের সভাপতি বাবলা আহমেদ, ইউপি সদস্য মেহেরুন নেছা, অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ।
মথুরেশপুর খাজাবাড়িয়া উন্নয়ন ফাউন্ডেশনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
পূর্ববর্তী পোস্ট