
আব্দুর রহিম, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দেয়া ফ্যামিলি প্ল্যানিং অফিস হতে মতিয়ার হাজির ইটভাটা পর্যন্ত অসমাপ্ত ১.৫ কিলোমিটার কার্পেটিং রাস্তার কাজ উদ্বোধন করা হয়। রবিবার ( ৫ নভেম্বর) সকাল ১০ টায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী ও কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম। এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি বাবলা আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার মতিয়ার রহমান, ইউপি সদস্য দেবাশীষ ঘোষ, সমাজ সেবক শহিদুল ইসলাম বাবু, রাসেল পারভেজ, মনোরঞ্জন ঘোষ প্রমুখ।