আরিফুল ইসলাম, মণিরামপুর থেকে: যশোরের মণিরামপুর উপজেলা চালুয়াহাটী ইউনিয়নের ইচানি মুবারকপুর নতুন রাস্তায় নি¤œমানের ইট ও বালু ব্যবহার করছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
তিন নং ইটের খোয়া দিয়ে প্রস্তুত করা হয়েছে এই রাস্তাটি। এ বিষায়ে এলাকা বাসি সাংবাদিক দের জানায়, ইচানি মুবারকপুর হয়ে রাজগঞ্জ উঠেছে এই রাস্তাটি যে ইট ব্যবহার করা হচ্ছে এই ইট অধিকাংশ তিন নং মাটি যুক্ত ইটের খোয়া। ঘটনা জানতে পেরে আমরা সরোজমিনে রাস্তায় যাই। রাস্তায় যেয়ে দেখা যাই কিছু কিছু জায়গায় মাটি জাতীয় তিন নং দুই নং গড় ইটের খোয়া দিয়ে রাস্তা প্রস্তুত করা হচ্ছে। নি¤œমানের ইট ব্যবহার করায় এলাকা বাসি দাবি করে,আমরা এই ইট ব্যবহার করতে বাধা দিই। উক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের রাস্তায় দায়িত্বে থাকা লোকটি বলেন,উপরে তিন নম্বর ইটের খোয়া না দিলে রাস্তা সমান করা সম্ভাব না। তাই উপরে এমন ইট দেওয়া হচ্ছে। এই বিষয়ে উপজেলা এলজিইডি ইঞ্জিনিয়ার বিদ্যুৎ কুমার দাস বলেন, কোন রাস্তায় এমন ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে আমার জানা নাই। তবে আমি বিষয়টা দেখতে যাবো যদি নি¤œমানের ইটের খোয়া ব্যবহার করা হয় তা হলে খোয়া উঠিয়ে নিতে হবে ঠিকাদারি প্রতিষ্ঠান কে। এ বিষয়ে উক্ত ঠিকাদার গাজি ব্রিকস এর মালিক ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যানের ছেলে মশিউর রহমানকে ফোন দিলেও প্রথমে কয়েক সেঃ কথা হলেও পরবর্তীতে ফোন রিসিভ করেননি। এ বিষয়ে উপজেলা ইঞ্জিনিয়ার বিদ্যুৎ কুমার দাস বলেন রাস্তার কাজ বন্ধ করা হয়েছে।
কিন্তু এখনো পর্যন্ত রাস্তার কাজ চলছে। ও তিন নং ইটের কাজ করা স্পষ্ট গুলি বালি দিয়ে ঢেকে দিচ্ছে সরেজমিনে যেয়ে দেখা যাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন সমগ্র দেশ ব্যাপি। এই উন্নয়ন শিল দেশকে কিছু অসৎ ঠিকাদার নি¤œমানের পণ্য ব্যবহার করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন এলাকা বাসি যোর দাবি জানান এসব ঠিকাদারদের লাইসেন্স বাজেয়াপ্ত করা হোক। এলাকা বাসি বলেন ঠিকাদার চেয়ারম্যানের ছেলে হওয়ার কারনে দলিয়া পাওয়ারে রাস্তায় নি¤œমানের ইটের খোয়া ব্যবহার করছেন