শরিফুল ইসলাম, ঢাকুরিয়া (মণিরামপুর) থেকে: ব্যবসার লাইসেন্স ও মূল্যতালিকা না থাকায় এবং দীর্ঘদিন ধান মজুদ রাখার অপরাধে মণিরামপুরে পাঁচ আড়ৎদার ও এক চাতাল মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী এই অভিযান পরিচালনা করে ৪২ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন হোসেন খান ও উপজেলা খাদ্য পরিদর্শক মাহমুদুল হাসান এসময় উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী বলেন, "অভিযান পরিচালনাকালে দেখা যায় পৌর এলাকার বিজয়রামপুরে ভাই ভাই রাইস মিলের গুদামে দীর্ঘদিনের পুরনো ধান মজুদ রয়েছে। এই অপরাধে চাতাল মালিক মামুনুর রশিদকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া লাইসেন্স, চালান রশিদ ও মূল্যতালিকা না থাকায় মণিরামপুর বাজারের চালের আড়ৎদার লাল্টু কুন্ডুকে পাঁচ হাজার, তরুন কুন্ডুকে দশ হাজার, পেঁয়াজ ব্যবসায়ি আক্তার হোসেনকে পাঁচ হজার, আলু ও পেঁয়াজ ব্যবসায়ি আবুল কাশেমকে দুই হাজার এবং আলু ব্যবসায়ি শাহাব উদ্দিনকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।