আরিফুল ইসলাম, মণিরামপুর থেকে: যশোরের মণিরামপুর উপজেলার ১০নং মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি বেলতলা বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক সরকারের উন্নয়ন কে সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার চালুয়াহাটি ইউনিয়নের শয়লা মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুম সাবেক চেয়ারম্যান আ হাকিম সরদার স্মৃতি ফুটবল টুনামেন্টের শুভ উদ্বোধন শেষ হাজরাকাটি বেলতলা বাজারে অত্র ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে সরকারের উন্নয়নের দৃশ্যপট নিয়ে মতবিনিময় করেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি। এসময় তিনি বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার পরিকল্পনা এবং উন্নয়ন এখন সারা দেশে দৃশ্যমান।এবং যেগুলো এখনো বাস্তবয়ন হয়নি সেগুলো অতি দ্রুত বাস্তবায়নে ব্যাপক পরিসরে কাজ করে চলেছেন।আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন যেন বাংলাদেশের জনগণের জন্য একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারেন।যেখানে থাকবে না কোন জাতি ধর্ম বৈষম্য। আপনারা ভালো থাকলে তিনি ভালো থাকবেন এই প্রত্যায় নিয়ে কাজ করে চলেছেন। সবাই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। তিনি যেন আপনাদের সেবায় বাকি দিন গুলো সুস্থ ভাবে কাজ করে যেতে পারেন।
এসময় উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান,মনিরামপুর উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, আওয়ামী লীগ নেতা বশির আহম্মেদ খান, আওয়ামী লীগ নেতা গৌতম চক্রবর্তী,হাজরাকাটি আহম্মাদীয়া দাখিল মাদ্রাসার সভাপতি গোলাম মন্টু সহ প্রমূখ।
মণিরামপুরে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য
পূর্ববর্তী পোস্ট