
মণিরামপুর (যশোর) প্রতিনিধি:যশোরের মণিরামপুরে এক মাদকসেবীকে তিন মাসের সাজা ও ঘের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান এবং সহকারী কমিশনার (ভূমি) পলাশ দেবনাথ পৃথক অভিযান চালিয়ে এই দন্ড দেন।
সহকারী কমিশনার (ভূমি) পলাশ দেবনাথ বলেন, হাকোবা এলাকার মৃত খয়বর বিশ্বাসের ছেলে আল-আমিন (২৪) দুপুরে প্রকাশ্যে ওই এলাকায় গাঁজা সেবন করছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোরের পরিদর্শক মনিরুজ্জামানের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে আল-আমিনকে হাতেনাতে ধরা হয়। পরে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
এদিকে, ট্রাক ভরে মৎস্য ঘেরের মাটি বহন করে রাস্তা নষ্ট করার অপরাধে বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান চালুয়াহাটি ইউনিয়নের লক্ষ্মণপুরে অভিযান চালান। এসময় তিনি মায়ের আর্শিবাদ মৎস্য খাামারের মালিক শরিফুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। ভ্রম্যমাণ আদালতের পেশকার সাইফুল ইসলাম জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।