
রাশেদ আলী: যশোরের মণিরামপুর উপজেলা পরিষদের অর্থায়নে মণিরামপুরের অসহায় ও প্রতিবন্ধী পরিবারের মাঝে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান নাজমা খানম বলেন, আজ ১৭ মার্চ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পৃথিবীতে আসেন। তিনি পৃথিবীতে না আসলে হয়তো আজও আমরা বাঙ্গালী জাতি হিসেবা বিশ্বের দরবারে মাথা উচু করে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। সেই মহাপুরুষ বাঙালির অবিসংবাদিত নেতা স্বাধীন বাংলাদেশের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকীতে মণিরামপুর উপজেলা পরিষদ কর্তৃক অসহায় দুঃস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন এবং প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ শেষে সবাইকে জাতির জনকের জন্য দোয়া চাই
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান, উপজেলা কৃষি অফিসার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, উপজেলা সমাজ সেবা অফিসার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার, উপজেলা নির্বাচন অফিসার, উপজেলা সহকারী প্রকৌশলী সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।