আতিয়ার রহমান, মণিরামপুর থেকে: মণিরামপুরে করোনা উপসর্গ নিয়ে এক মাদ্রাসা শিক্ষক ও এক গৃহবধূর মৃত্যু হয়েছে। হাসপাতালের তথ্যমতে, বুধবার একদিনে ৭ জনের শরীরে করোনা পজেটিভ মিলেছে। এ নিয়ে মণিরামপুরে মোট করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৭৯ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে মাত্র ৬ জন। সত্যতা নিশ্চিত করেছেন হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ অনুপ বসু।
এদিকে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া দু’জনের দাফন কাজ সম্পন্ন করা হয়েছে। খোঁজ-খবর নিয়ে জানাগেছে, উপজেলার লাউকুন্ডা এলাহিয়া আলিম মাদ্রাসার শিক্ষক কাশিপুর গ্রামের জাকির হোসেন (৫২) করোনা উপসর্গ নিয়ে মঙ্গলবার রাতে যশোর হাসপাতালে মৃত্যুবরণ করেন। ওই রাতেই তার দাফন কাজ সম্পন্ন করা হয়। অপর দিকে বুধবার সকালে করোনা উপসর্গ নিয়ে পৌরসভাধীন দূর্গাপুর গ্রামের মাওঃ শরাফাত হোসেনের স্ত্রী রোকেয়া বেগম (৭০) নামে এক নারীর মৃত্যু হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন। রোকেয়া বেগমকে এদিন মাগরিব বাদ দাফন করা হয়।
মণিরামপুর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ অনুপ বসু বলেন, বাড়িতে অবস্থানকৃত করোনায় আক্রান্ত চিকিৎসাধীন রোগীদের নিয়মিত মোবাইলের মাধ্যমে চিকিৎসা দেয়া এবং খোঁজ-খবর নেয়া হচ্ছে। তিনি আরও বলেন, যত দিন যাচ্ছে মণিরামপুরে করোনা রোগীর লাইন দীর্ঘ হচ্ছে। এহেন পরিস্থিতির মধ্যে সকলকে স্বাস্থ্যবিধি মেলে চলার কোন বিকল্প নেই।