 
    মনিরামপুর প্রতিবেদক: যশোর জেলার মণিরামপুরে ঘুরতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন যুবক-যুবতী। বুধবার রাত ৮টার দিকে উপজেলার দেবিদাসপুর এলাকা থেকে পুলিশ তাদের হেফাজতে নেয়। এরআগে বিকেল ৩টার দিকে স্থানীয়রা তাদের ধরে মারপিট করেন। আটক প্রেমিক গোপাল দাস (২৫) যশোর সদর উপজেলার রাজারহাট এলাকার রনজিত দাসের ছেলে। তিনি যশোর শহরে একটি অটোমোবাইল পার্সের দোকানে কাজ করেন। তার সাথে আটক হওয়া মেয়েটি একাদশ শ্রেণীর ছাত্রী। পুলিশের দাবী, তারা দুইজন যশোর থেকে মোটরসাইকেল যোগে দেবিদাসপুর এলাকায় ঘুরতে আসেন। এসময় স্থানীয়রা তাদের ধরে মারপিট করে এবং মোটর সাইকেলের চাবি কেড়ে রাখে। তবে স্থানীয়রা বলছেন, মণিরামপুর-ঝিকরগাছা সড়কের দেবিদাসপুর কাটাখাল সংলগ্ন রাস্তায় মোটরসাইকেল রেখে পাশের ভুট্টা ক্ষেতে যান প্রেমিকযুগল। এরপর তারা অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। মাঠে কাজ করতে যাওয়া এক নারী বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়দের জানান। মণিরামপুর থানার এসআই নাজমুস সাকিব বলেন, খবর পেয়ে চার ঘন্টা পর তাদের উদ্ধার করা হয়। স্বজনরা আসলে মুসলেকা দিয়ে উদ্ধার যুবক-যুবতীকে ছেড়ে দেওয়া হবে।