
তালা ব্যুরো: মটরসাইকেল চালানোর সময় মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ গেল যুবকের। ঘটনাটি খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা থানার । জানা যায়, খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা বাইগুনি নামক স্থানে বুধবার সকাল ৯টার দিকে মটরসাইকেল ও বাইসাইকেলের সাথে সংঘর্ষে মটরসাইকেল আরোহী যুগীপুকুরিয়া গ্রামের মোঃ শাহাজান গাজীর পুত্র মোঃ আব্দুল্লাহ (২৮) নামের এক যুবক গুরুত্বর আহত হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে নিকটস্থ পাটকেলঘাটার একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।
এলাকাবাসী জানায় আব্দুল্লাহ মটরসাইকেল দ্রæত গতীতে চালানোর সময় কানে মোবাইল চেপে কথা বলছিল। ঐসময় পাটকেলঘাটা হারুন-অর-রশিদ কলেজের পিওন আব্দুল আলিম সাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিল। ঐ মুহুর্তে আব্দুল্লাহ মটরসাইকেলের গতি নিয়ন্ত্রন করতে না পেরে উক্ত সাইকেলে গিয়ে ধাক্কা দেয়। এসময় মোবাইল ছিটকে একদিকে যায় এবং আব্দুল্লাহ রাস্তার অন্য প্রান্তে ছিটকে যায়। এদিকে বাইসাইকেল অরোহী আব্দুল আলিম গুরুত্বর আহত হয়। মটরসাইকেল ও বাইসাইকেল দুমড়ে মুচড়ে যায়। এ ব্যাপারে পাটকেলঘাটা থানায় একটি ইউডি মামলা হয়।
এদিকে সকাল ১০ টার সময় পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের সন্নিকটে রাস্তা পারাপারের সময় দ্রæতগামী মটর মোটরসাইকেলের ধাক্কায় তালার গণডাঙ্গা গ্রামের মৃত হাজারী লাল হালদারের ছেলে সুবাস হালদার (৭০) আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাটকেলঘাটা স্বাগতা ক্লিনিকে ভর্তি করে। এ দিকে তার অবস্থার অবনতি হলে তাকে দ্রæত সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা দ‚র্ঘটনার সত্যতা স্বীকার করেছেন।