
বিশেষ প্রতিবেদক:
ভয় নয়, মনোবল দৃঢ় রেখেই করোনার মোকাবেলা করতে হবে। করোনা নয় বরং বড় একটি সংখ্যক মানুষ করোনা ভয়ে প্যানিক এটাক হয়ে মারা যাচ্ছে। এরমধ্যে বয়স্কদের ক্ষেত্রে বিষয়টি বেশি পরিলক্ষিত হচ্ছে বলে বিশেষজ্ঞ ডাক্তারদের মতামত।
বৃহস্পতিবার সন্ধ্যায় জয়যাত্রা টেলিভিশেনের সান্ধ্যকালীণ আয়োজন প্রবাস টাইমের অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
করোনা আক্রান্তদের মনোবল দৃঢ় রাখার আহ্বান জানিয়ে এমপি রবি বলেন, আমি প্রতিনিয়ত সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তি করোনা আক্রান্ত রোগীদের খোজখবর নেই। সংশ্লিষ্টরা জানায় তারা ভালোই আছে। অনেকে রোগমুক্তি নিয়ে বাড়িও ফিরছে। অর্থাৎ করোনায় আক্রান্ত হলেই যে মারা যাবে বিষয়টা এমন নয়। তবে যেহেতু মরণব্যাধি তাই সতর্কতার সাথে সেটিকে মোকাবিলা করতে হবে। অহেতুক ভয় পাওয়া যাবে না। বয়স্ক অনেক রোগী হালকা সিনট্রম নিয়েও ভয় পেয়ে প্যানিক এটাক হয়ে মারা যাচ্ছে।
অনেকেই বলছে দেশের চিকিৎসা ব্যবস্থা বিতর্কিত, সেখানে আর কি ধরনের উন্নতি সাধন করা যেতে পারে? উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে এমপি রবি বলেন, ইউরোপ আমেরিকার মত চিকিৎসা ব্যবস্থায় স্বয়ংসম্পূর্ণ দেশও করোনার হাত থেকে নাগরিকদের রক্ষা করতে হিমশিম খেয়ে যাচ্ছে। সেখানেও অসংখ্য মানুষ মারা যাচ্ছে। তাহলে সেসব দেশের চিকিৎসা ব্যবস্থাকেও আপনি অনুন্নত বলবেন? উল্টো প্রশ্ন ছুড়ে দিয়ে এমপি রবি বলেন, আসলে উন্নয়নের কোনো শেষ নেই। করোনার শুরু থেকেই সরকার জনসাধরণের জানমাল রক্ষার্থে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। শুরুর দিকে এক দেড়হাজার টেস্ট হলেও বর্তমানে প্রতিদিন ১৭ হাজার ৭৯৯ জনের করোনা পরীক্ষা করা হচ্ছে। প্রয়োজনের তুলনায় হয়তো কম তবে সরকার কিন্তু যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। সারাদেশে ৬২ টি করোনা টেস্টিং মেশিন নিয়ে আসা হয়েছে এবং ধীরে ধীরে এর সংখ্যাও বাড়বে। এছাড়াও আগে দেশে নিউরো ফুল ফ্রোজেন হাসপাতাল ছিলনা, ছিলনা ভালো কিডনী হাসাপাতাল। এখন সেগুলো রয়েছে এমনকি চেন হাসাপাতালগুলো আজ বাংলাদেশে রয়েছে।
জয়যাত্রা টেলিভিশনের সান্ধ্যকালীন আলোচনায় ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য শাহেদুজ্জামান খোকন এবং জয়যাত্রা টেলিভিশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর।
আলহুসাইন অমি
০১৬১১ ৮৪৪৬৬৬