ইয়ারব হোসেন: জেলায় একের পর এক মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বিভিন্ন অপরাধীদের কারাদন্ড ও জরিমানা করা হচেছ। মোবাইল কোর্ট পরিচালনা করায় জেলায় অপরাধের সংখ্যা কমেছে। মোবাইল কোর্ট পরিচালনা অনেকে বদলে ফেলেছে ব্যবসার ধরন। গত এক বছরে মামলা করা হয়েছে ৯২০টি। জেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্টের অভিযান চালিয়ে এক হাজার ৪০ জনকে বিভিন্ন অপরাধে অভিযুক্ত করা হয়। এরমধ্যে ১৪৭ জন কে কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়া বাকীগুলোর কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে ৪৩ লাখ ৮৯ হাজার ৬১৪টাকা। ২০১৯সালে রেকর্ড পরিমান মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে জেলা প্রশাসকের নির্দেশে।
জেলা প্রশাসকের কার্যলয় সুত্রে জানা গেছে,জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের নির্দেশে গত বছরে জেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয় ৬০৩টি। মামলা দায়ের করা হয়েছে ৯২০টি। এরমধ্যে জানুয়ারি মাসে অভিযান পরিচালনা করা হয়েছে ৬৮টি। মামলা দায়ের করা হয়েছে ১১৭টি,১১৭জনকে অভিযুক্ত করা হয়েছে।এরমধ্যে ৭ জনকে কারাদন্ড প্রদান করা হয়েছে।ফেব্রয়ারি মাসে ৫৬টি অভিযান পরিচালনা করা হয়।মামলা দায়ের করা হয়েছে ১০৫টি,জরিমানা করা হয়েছে ৫ লাখ ৯৫ হাজার ৫০টাকা। একজনকে কারাদন্ড প্রদান করা হয়েছে। মার্চ মাসে ৫৬ টি অভিযান চালানো হয়েছে। মামলা হয়েছে ৬০টি,৬২টি জনকে অভিযুক্ত করা হয়েছে,জরিমানা করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা। কারাদন্ড প্রদান করা হয়েছে ২ জনকে। এপ্রিল মাসে ২৩টি অভিযান পরিচালানা করে ,মামলা করা হয়েছে ২৩টি। ৩০ জনকে অভিযুক্ত করে ১ লাখ ৪ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মে মাসে ৭১টি অভিযান পরিচালনা করে ৮৪টি মামলা করা হয়েছে।১০৭ জনকে অভিযুক্ত করে ৪ লাখ ৫১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।কারাদন্ড প্রদান করা হয়েছে ২৪ জনকে। জুন মাসে ২২টি মোবাইল কোর্ট পরিচালনা করে ২৮ জনকে অভিযুক্ত করা হয়েছে। ৯৬ হাজার টাকা জরিমানা করে ২ জনকে কারাদন্ড প্রদান করা হয়েছে।জুলাই মাসে ৩৭টি অভিযান পরিচালনা করে ৫২ টি মামলা হয়েছে।৭৬ জনকে অভিযুক্ত করে ৪ লাখ ৫ হাজার ৪৬৪ টাকা জরিমানা আদায় করা হয়েছে। কারাদন্ড প্রদান করা হয়েছে ৩৩জনকে। আগষ্ট মাসে ৪২ মোবাইল কোর্ট পরিচালনা করে ৫৬টি মামলা করা হয়েছে।৭১জনকে সাজা প্রদান করে ২ লাখ ৬৭ হাজার ১০০টাকা। কারাদন্ড প্রদান করা হয়েছে ৯জনকে। সেপ্টম্বর মাসে ৭০টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১৪১টি মামলা করা হয়েছেঅ।১৬১ জনকে অভিযুক্ত করে ৪ লাখ ৪৯ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।২০জনকে কারাদন্ড প্রদান করা হয়েছে।অক্টোবর মাসে ৬৩টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৮১জনকে অভিযুক্ত করা হয়েছে।৮৪ জনকে অভিযুক্ত ৩ লাখ ৭৭ হাজার ৩০০টাকা জরিমানা আদায় করা হয়েছে। কারাদন্ড প্রদান করা হয়েছে ১৩ জনকে। নভেম্বর মাসে ৭৪টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১২৩টি মামলা করা হয়েছে।১৩৭ জনকে অভিযুক্ত করে ৮ লাখ ৬৫ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে। কারাদন্ড প্রদান করা হয়েছে ৩৩ জনকে। ডিসেম্বর মাসে ৪১টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৫৪ টি মামলা দায়ের করা হয়েছে।৬২ জনকে অভিযুক্ত করে ৩ লাখ ৭৫ হাজার ৭০০টাকা জরিমানা আদায় করা হয়েছে। কারাদন্ড প্রদান করা হয়েছে ৭ জনকে।
জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান,গত এক বছরে ৬০৩টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।মামলা করা হয়েছে ৯৯২টি,এক হাজার ৪০ জনকে বিভিন্ন অপরাধে জরিমানা করা হয়েছে ৪৩ লাখ ৮৯ হাজার ৬১৪ টাকা। কারাদন্ড প্রদান করা হয়েছে ১৪৭জনকে। মোবাইল কোর্টের সংখ্য আরো বাড়ানো হবে। মাদক,ভেজাল বিরাধী,অবৈধ দখল,ওজনে কম দেওয়া,ইটভাটাসহ বিভিন্ন অপরাধ কমাতে জেলা প্রশাসন তৎপর রয়েছে। অপরাধী যতবড় হোক না কেন,তাকে আইনের আওতায় আনা হবে। অভিযুক্ত ব্যক্তির পদ ও দল আমলে নেওয়া হবে না। জেলাকে দূনীতিমুক্ত করতে সকল প্রদক্ষেপ গ্রহন করবে জেলা প্রশাসন। তিনি জেলাকে এগিয়ে নিতে ও দূনীতি ,মাদক ও জঙ্গীবাদ রুখতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন মুজিব বর্ষ পালনে সকলকে এগিয়ে আসতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় জেলা গড়তে এড়িয়ে আসতে হবে।