নিজস্ব প্রতিবেদক : একদল ভ্যান‘চালকের কাছ থেকে মাসিক মাসোয়ারা নিতে মরিয়া হয়ে উঠেছে এস আই ইসমাইল । টাকা না পেলে গাঁজা দিয়ে চালান দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে । ঘটনাটি আশাশুনি থানার কুল্যা ইউনিয়নের ।
ভ্যানচালক আকবর ও মোফাজ্বেল জানায় দাঁদপুর, মহাজনপুর ও আগরদাড়ি গ্রামের ত্রিশ এরও অধীক ভ্যানচালক (ইঞ্জিন চালিত)এর কাছে মাসিক মাসোয়ারা চাচ্ছে। তালা থানার বালিয়াদহা ফাঁড়ির ইনর্চাজ ইসমাইল । মহিষাডাংগা হাট থেকে ভ্যানগুলো গ্রামের মধ্যে চলাফেরা করে । ভ্যানে ইঞ্জিন লাগানো বৈধ নয়, এই সুযোগে দারোগা সাহেব মাসোয়ারা দাবী করছে । তবে মজার ব্যাপার হলো ভ্যানগুলো আশাশুনি উপজেলার হলেও, তালা থানার দারোগা বাবু বলুয়া বাওড়ের ব্রীজপার হয়ে হর-হামেশাই চলে আসে মহিষাডাংগা হাটখোলায়। এসে নানাভাবে মানুষ-জনকে হয়রানিও করে থাকে । ভ্যানচালক আকবর জানায়, বিষয়টি সে পুলিশ সুপারকে ফোনে জানানোর পরও, দারোগা ইসমাইল মাসোয়ারা দাবী করছে। না দিলে গাঁজা দিয়ে চালান দেওয়ারও হুমকি দিচ্ছেন। মহিষাডাংগা গ্রামের বরুন এই দারোগার সোর্স হিসাবে এলাকায় কাজ করে থাকে। সেও ভ্যান চালকদের চাপ দিচ্ছে, টাকা দেওয়া জন্য । অপরদিকে পুরোহিতপুর গ্রামের খলিলও, একই ভাবে তালা থানার জনৈক দারোগা দিয়ে এই ভ্যান চালককের হয়রানি করছে।