নিজস্ব প্রতিবেদক: অবিলম্বে শতাধিক পণ্যে ভ্যাট প্রত্যাহারসহ দাম নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে দুই বাম জোট। সোমবার (২০ জানুয়ারি) সিপিবি কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদবিরোধী বামমোর্চার যৌথ সভায় এ দাবি করেন নেতারা। দুই জোটের নেতাদের অভিযোগ, ‘দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ, সিন্ডিকেট ভেঙে দেওয়া ও রেশনিং ব্যবস্থা চালুর ব্যাপারে সরকার যথাযথ কোনও পদক্ষেপ গ্রহণ করেনি।’
সভায় বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাসদ (মার্কসবাদী)’র সমন্বয়ক মাসুদ রানা, বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু,বাং লাদেশ সমাজতান্ত্রিক পার্টির কেন্দ্রীয় নির্বাহী সভাপতি আবদুল আলী, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক ম-লীর সদস্য অধ্যাপক আবদুস সাত্তার, নজরুল ইসলাম, সিপিবির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাসদের সম্পাদকম-লীর সদস্য নিখিল দাস, বাংলাদেশ সমাজতান্ত্রিক পার্টির কেন্দ্রীয় সদস্য রুবেল শিকদার উপস্থিত ছিলেন।
ফ্যাসিবাদবিরোধী বামমোর্চার সমন্বয়ক ও গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসিরউদ্দিন আহমেদ নাসু, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্ত্তী, বাসদ এর কেন্দ্রীয় কমিটির সদস্য মহিনউদ্দিন চৌধুরী লিটন, বাংলাদেশের সোশ্যালিস্ট পার্টির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জাতীয় গনতান্ত্রিক গণমঞ্চের আহ্বায়ক মাসুদ খান, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য মনজুর আলম মিঠু, গণমুক্তি ইউনিয়নের সদস্য রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন ।
ভ্যাট প্রত্যাহারের দাবি দুই বামজোটের
পূর্ববর্তী পোস্ট