
নিজস্ব প্রতিবেদক : ভোলায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রেক্ষিতে বিশৃঙ্খলা সৃষ্টির পর সাতক্ষীরায় আলেম ওলামাদের নিয়ে বৈঠক করেছে সাতক্ষীরা পুলিশ। সোমবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সচেতনতামূলক এ বৈঠক করা হয়।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার ও পদন্নোতিপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশের সভাপতিত্বে সভায় জেলা বিশেষ শাখার ডিআইও মিজানুর রহমান, গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম, সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, ডিএসবির পরিদর্শক ইয়াছিন আলম চৌধুরীসহ মসজিদের ঈমাম, মুয়াজ্জিম ও মাদরাসার শিক্ষক উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রজক্টরের মাধ্যমে কিভাবে বিভ্রান্তিকর গুজব ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেসব গুলো তুলে ধরা হয়। এ সময় বক্তব্য রাখেন পুলিশ কর্মকর্তাসহ মসজিদের ঈমাম, মুয়াজ্জিম ও মাদরাসা শিক্ষকগণ।
অতিরিক্ত পুলিশ সুপার ও পদন্নোতিপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ জানান, ভোলার ঘটনার পর সাতক্ষীরা পুলিশও সতর্ক অবস্থায় রয়েছে। কোন ধরণের গুজব যেন সাতক্ষীরায় ছড়িয়ে না পড়ে সেজন্য মতবিনিময় সভা করা হয়েছে। এছাড়া ফেসবুকে যে কোন ধরনের উস্কানিমূলক বিভ্রান্তিকর কোন কিছু পোষ্ট করা বা শেয়ার করা থেকে বিরত থাকতে সকলকে অনুরোধ জানানো হয়েছে।