
আহাদুর রহমান: ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন ঘোষিত আজ থেকে শুরু হতে যাওয়া লাগাতার কর্মবিরতীর সিদ্ধান্ত ১২ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে। ভোমরা কাস্টমস্ সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপণ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ কর্মবিরতীর সিদ্ধান্ত স্থগিত করা হয়।
এছাড়াও ওই সময়ের মধ্যে যদি কোন আমদানিকারক সিরিয়াল ছাড়া আমদানিজাত পন্যবাহী ট্রাক ভোমরা স্থলবন্দরে প্রবেশ করায় এবং ওই পন্যবাহী ট্রাক শনাক্ত করে পণ্যের প্রকারভেদে ট্রাক প্রতি ১০ হাজার থেকে ২০ হাজার টাকা জরিমানা সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট (ই) কার্গো ওয়েলফেয়ার এসোসিয়েশন কর্তৃক প্রেরিত স্মারক নং GCF/BD/773/2022 Date:31/12/2022 পত্রের পরিপ্রেক্ষিতে এক জরুরি সভা ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের সভা কক্ষে ভোমরাস্থ সকল সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের আহবায়ক কমিটির নেতৃবৃন্দ, সিএন্ডএফ এজেন্ট, সিএন্ডএফ এজেন্টস্ কর্মচারী এসোসিয়েশনের নেতৃবৃন্দ, ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির নেতৃবৃন্দ এবং হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তগুলি গৃহীত হয়।
উল্লেখ্য, ঘোজাডাঙ্গা-ভোমরা স্থলবন্দরের উন্নয়নকল্পে জিরো পয়েন্টে যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছিল তা সময়ের অভাবে পরিসমাপ্তি না হওয়ায় ১২ ফেব্রুয়ারি একই স্থানে আবারো আলোচনা সভা অনুষ্ঠিত হবে। তাই সব দিক বিবেচনা করে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশন এ সিদ্ধান্ত নিয়েছে।