নিজস্ব প্রতিবেদক:
ভোমরা কাস্টমস হাউজ দ্রুত চালু করা ও আমদানিযোগ্য সকল পন্যের অনুমতি প্রদানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (৪ মার্চ) বেলা ১০ টার সময় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে কাস্টমস হাউজ বাস্তবায়ন কমিটির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাস্টমস হাউজ বাস্তবায়ন কমিটির আহবায়ক ও ভোমরা সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি শেখ এজাজ আহমেদ স্বপন।
মানববন্ধনে ভোমরাকে পূর্নাঙ্গ স্থলবন্দরে রুপান্তরের দাবি জানিয়ে বক্তারা বলেন, কাস্টমস হাউজ দ্রæত তৈরী করে আমদানি ও রফতানি কার্যক্রম বেগবান করতে হবে। সব ধরনের পন্য আমদানি সহ বন্দরটি ২৪ ঘন্টা খোলা রাখার ব্যবস্থা রাখতে হবে। ভোমরাস্থল বন্দর দেশের একটি গুরুত্বপূর্ণ বন্দর হওয়ার পরেও কিছু কুচক্রী মহলের কারণে বার বার ক্ষতিগ্রস্থ হচ্ছে।
এ বন্দর দিয়ে সকল পণ্য আমদানী করার পরিবেশ থাকলেও কাস্টমস হাউজ চালু না থাকায় সেটি হচ্ছে না। নামমাত্র কয়েকটি পন্য এ বন্দর দিয়ে আমদানী হয়। বন্দরের পূর্ণাঙ্গ সুযোগ সুবিধা না থাকায় ব্যবসায়ীরা মুখ ফিরিয়ে নিচ্ছেন। ফলে সরকার রাজস্ব হারাচ্ছে। শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ছে। কাস্টমস্ হাউজ চালু হলে বছরে ভোমরা স্থলবন্দর থেকে এক হাজার কোটি টাকা রাজস্ব আদায় সম্ভব বলে দাবি করেন ব্যবসায়ীরা।
দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।মানববন্ধনে সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম মাকছুদ খানের পরিচালনায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভোমরা স্থল বন্দর আমদানি-রপ্তানিকার এ্যাসোসিয়েশনের সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী, সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের কষাধ্যক্ষ আবু মুসা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনুর রহমান, ভোমরা স্থলবন্দর মালিক বহুমুখি সমবায় সমিতির সভাপতি রেজাউল ইসলাম, ভোমরা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হাদিউজ্জামান বাদশা, ভোমরা ট্রান্সেপোট মালিক এ্যাসোসিয়েশনের সভাপতি ফিরোজ হোসেন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন,শ্রমিক হোতা জাকির প্রমূখ। মানববন্ধনে ভোমরা সিএ্যান্ডএফ এ্যাসোসিয়েশন, ভোমরা স্থলবন্দর আমদানি-রপ্তানিকার এ্যাসোসিয়েশন, কর্মচারী এ্যাসোসিয়েশন, ট্রান্সপোর্ট মালিক সমিতি, শ্রমিক ইউনিয়নসহ বন্দরের মোট ৯টি সংগঠনের প্রায় সহ¯্রাধিক নেতা-কর্মী অংশ নেয়।