
নিজস্ব প্রতিবেদক: ভোমরা সিএন্ডএফ এর সদস্যদের সদস্য ফি, মাসিক চাঁদা ও অন্য কোন বকেয়া পরিশোধের জন্য আহবান জানানো হয়েচে। ভামরা ভোমরা কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজন্টস্ এসোসিয়েশন এডহক কমিটি’র আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপন স্বাক্ষরিত একটি পত্রে সভার ঘোষণা নিশ্চত করা হয়েছে।
পত্রে বলা হয়, এতদ্বারা ভোমরা কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস্ এসোসিয়েশন (রেজিঃ নং- খুলনা২০৪৬) এর সকল সম্মানিত সদস্যদেরকে জানানো যাচ্ছে যে, মাননীয় শ্রম আদালত, খুলনার শ্রম- ০১/২০২২ নং মামলার আদেশের প্রেক্ষিতে পরিচালক ও রেজিস্ট্রার অব ইউনিয়ন্স, বিভাগীয় শ্রম দপ্তর, খুলনা ২৭-০৩২০২২ খ্রিঃ তারিখের ৭২৭নং পত্রের মাধ্যমে কার্যনির্বাহী কমিটির নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্নের জন্য নির্দেশনা প্রদান করেছেন। এমতাবস্থায়, এসোসিয়েশনের যে সকল সদস্যবৃন্দের নিকটে সদস্য ফি, মাসিক চাঁদা ও অন্য কোন বকেয়া রয়েছে তা আগামি ০৭ (সাত) কর্মদিবসের মধ্যে পরিশোধ করে তার রশিদ সংগ্রহের জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো। বকেয়ার কারণে কোন সদস্যের নাম ভোটার তালিকায় অন্তর্ভূক্ত না হলে তার এডহক কমিটি দায়ি থাকবেন না।