
নিজস্ব প্রতিবেদক: ভোমরা সিএন্ডএফ এর বিশেষ নির্বাচনী সাধারণ সভার ঘোষণা করা হয়েছে। ভামরা ভোমরা কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজন্টস্ এসোসিয়েশন এডহক কমিটি’র আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপন স্বাক্ষরিত একটি পত্রে সভার ঘোষণা নিশ্চত করা হয়েছে।
ওই পত্রে বলা হয়, মাননীয় শ্রম আদালত, খুলনার শ্রম- ০১/২০২২ নং মামলার আদেশের প্রেক্ষিতে পরিচালক ও রেজিস্ট্রার অব ইউনিয়ন্স, বিভাগীয় শ্রম দপ্তর, খুলনা ২৭-০৩২০২২ খ্রিঃ তারিখের ৭২৭নং পত্রের মাধ্যমে কার্যনির্বাহী কমিটির নির্বাচন নির্ধারিত ৬০ দিন সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেছেন। তারই পরিপ্রেক্ষিতে আগামী ১৬ এপ্রিল, ২০২২খ্রিঃ রোজ-শনিবার, বেলা ০২:০০ঘটিকায় অত্র এসোসিয়েশনের ‘‘বিশেষ নির্বাচনী সাধারণ সভা-২০২২” এসোসিয়েশেন এর নিজস্ব ভবনে অনুষ্ঠিত হইবে।
উক্ত “বিশেষ নির্বাচনী সাধারণ সভা” অনুষ্ঠানে শুধুমাত্র সংশ্লিষ্ট্য সিএন্ডএফ মালিকগণকে যথাসময়ে উপস্থিত থাকিবার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল।
আলোচ্য বিষয়:
১. বিগত সাধারণ সভার রেজুলেশন পঠন ও অনুমোদন।
২. আয় ব্যয়ের হিসাব উপস্থাপন ও অনুমোদন।
৩. আগামী ত্রি-বার্ষিক নির্বাচনের তারিখ নির্ধারণ ও নির্বাচন কমিশিন গঠন প্রসঙ্গে।
৪. বিবিধ।