নিজস্ব প্রতিবেদক: এখন বর্ষার মৌসুম, গাছের চারা রোপণ করার উপযুক্ত সময়। সেই লক্ষ্যে ভোমরা বর্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ ও বিতারণ করেছেন হাসিমুখ, সেঞ্চুরী সাতক্ষীরার পরিচালক জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন। মঙ্গলবার সকাল ৯ টায় ভোমরা বর্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতারণ করেন। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, সহকারি শিক্ষক আবিদা সুলতানা, মোস্তফা কামাল লিপিকা রাণী, মোছা. সাবিকুন্নাহার, রাশেদুল ইসলাম, সেলিনা খাতুন, আনোয়ারা খাতুন, ভোমরা সিএন্ডএফ এজেন্ট কর্মচারি আসোসিয়েশন’র অর্থ ও দপ্তর সম্পাদক মো. নাসির উদ্দিন, ভোমরা বাজার কমিটির সভাপতি মো. মনিরুল ইসলাম, সড়ক পরিবহন শ্রমিক লীগ’র সভাপতি মো. ওমর ফারুক প্রমুখ। এসময় ছাত্র-ছাত্রী এবং শিক্ষক মিলিয়ে ৩৭০ টি গাছের চারা প্রদান করা হয় এবং শিক্ষকদের মাঝে হাসিমুখ উপহার প্রদান করা হয়। শিক্ষকরা নিজ হাতে নিজ প্রতিষ্ঠানে গাছের চারা রোপন করেন। শেখ এজাজ আহমেদ স্বপন বলেন বিগত বছরগুলোর ন্যায় আমরা অসংখ্য গাছ রোপন ও বিতারণ করছি। ভবিষ্যৎ প্রজন্মর জন্য বাসযোগ্য পরিবেশ গড়তে অসংখ্য গাছ লাগান। হাসিমুখ সেঞ্চুরী সাতক্ষীরা ১টি গাছ নিয়ে পৌঁছে যাবে আপনার কাছে।