
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলার গুরুত্বপূর্ণ ভোমরা স্থলবন্দর সংলগ্ন ভোমরা টু শাখরা সড়কের একটি অংশ দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন পড়ে রয়েছে। প্রায় ৩০০ মিটার দীর্ঘ এই সড়ক এখন পরিণত হয়েছে মরণফাঁদে। বিশেষ করে জেলা প্রশাসনের সেবাকুন্ড ও কমিশনারের সরকারি বাসভবনের সামনের রাস্তাটি একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টিতেই সড়কজুড়ে পানি জমে যায়। কার্পেটিং উঠে গিয়ে রাস্তায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, ঝিলের মতো হয়ে উঠেছে এই অংশটি। ইজিবাইক, ভ্যান কিংবা মোটরসাইকেল তো দূরের কথা—পায়ে হেঁটে চলাও হয়ে পড়েছে দুঃসাধ্য। ফলে প্রতিদিন দুর্ভোগে পড়ছেন হাজারো স্থানীয় মানুষ, স্কুলগামী শিক্ষার্থীরা এবং নামাজের উদ্দেশ্যে রওনা হওয়া মুসল্লিরাও।
সড়কটির এমন বেহাল দশার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কর্মজীবী ও স্কুলপড়ুয়া জনগোষ্ঠী। স্কুলে যাতায়াতে সময় নষ্ট হচ্ছে, অনেক সময় ছাত্র-ছাত্রীদের কাদা-মাটি মাড়িয়ে যেতে হচ্ছে শ্রেণিকক্ষে। বৃষ্টি হলেই কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এলাকাটি। ব্যবসায়িক কাজে বা স্বাস্থ্যসেবা গ্রহণে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী।
স্থানীয় ব্যবসায়ী আব্দুল হাকিম বলেন, “এই সড়ক দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করে। এখন শুধু বৃষ্টি হলে পানি হাটু সমান হয় আর গর্ত সৃষ্টি। দুর্ঘটনা লেগেই আছে। কেউ উদ্যোগ নিচ্ছে না।”
আরেক বাসিন্দা রাশিদা খাতুন বলেন, “আমার ছেলেকে প্রতিদিন কোলে করে স্কুলে নিতে হয়। রাস্তায় পানি আর কাদা থাকায় ও একা চলতে পারে না। এটা কোনোভাবে চলতে পারে না।”
এমতাবস্থায় স্থানীয় বাসিন্দারা দ্রুততম সময়ের মধ্যে রাস্তাটি সংস্কার করে চলাচল উপযোগী করে তোলার জন্য যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। বিশেষ করে সাতক্ষীরা জেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED), ও সড়ক ও জনপথ বিভাগ (RHD)-এর প্রতি তারা আহ্বান জানিয়েছেন যাতে অগ্রাধিকার ভিত্তিতে এই সমস্যার স্থায়ী সমাধান করা হয়।