নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর কেন্দ্রীক হুন্ডির ব্যবসা রমরমা। ভোমরা স্থল বন্দর প্রতিদিন পাসপোর্ট যাত্রী সহ গুটি কয়েক ব্যবসায়ী ও মাদক কারবারিদের আর্থিক লেনদেনের নিরাপদ রুট হয়েছে গুটি কয়েক হুন্ডি কারবারিদের কারণে।
অনুসন্ধানে জানা যায়, ভোমরা স্থল বন্দর কেন্দ্রীক হুন্ডি ব্যবসার সাথে জড়িত ভোমরা ইউনিয়নের লক্ষ্মীদাড়ি গ্রামের ফজর আলীর দুই ছেলে শামিম হোসেন বাবু ও খোকন। তারা সীমান্তবর্তী ভারতের ঘোজাডাঙ্গার মোস্ত গাজী ও নুনু গাজীর সাথে হুন্ডির ব্যবসা করে আসছে। সেই সূত্রে বাড়ি, জমি-জায়গাসহ বিপুল সম্পদের মালিক হয়েছে তারা। এছাড়াও ভারতের নুনু গাজীর সাথে হুন্ডির কারবার করে আসছে লক্ষ্মীদাড়ি গ্রামের মৃত এফাজতুল্লা গাজীর ছেলে আক্তার গাজী, মৃত আজিজ গাজীর ছেলে হাফিজুল গাজী, আনারউদ্দীনের ছেলে আলিমুদ্দীন, মোরালী গাজীর ছেলে রফিকসহ আরও অনেকে। অন্যদিকে একই গ্রামের ছফু গাজীর ছেলে গোলাম নবী ও ভোমরা ঘোষ পাড়ার শংকর ঘোষ ঘোজাডাঙ্গার দিপংকর এজেন্ট বুথ হুন্ডির লেনদেন করে আসছে। ভারতের ইটিন্ডিয়া নারান সেন এর সাথে হুন্ডির লেনদেন করে আসছে কুলিয়ার বহেরার আজিজ ব্যাটারির ছেলে জুলফিকার। এরা প্রত্যেকেই অবৈধ হুন্ডির ব্যবসা করে ফুলে ফেপে উঠেছে।