
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সীমান্তের ভোমরায় বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে একটি ভারতীয় ট্রাকসহ তাদেরকে আটক করা হয়।
সাতক্ষীরা ৩৩ বিজিবি সূত্রে জানা যায়, ভোমরা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবু তাহের পাটোয়ারি এর নেতৃত্বে বিজিবির টহলদল ভোমরা স্থলবন্দর এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে ডগ জনি এর সহায়তায় তল্লাশি কার্যক্রম পরিচালনা করে ২০ লক্ষ টাকা মূল্যের ১ বোতল (১০০ এমএল) ভারতীয় লিস্যারজিক ডাইথ্যলামাইড মাদকদ্রব্য এবং ৫০ লক্ষ টাকা মূল্যের ১টি ভারতীয় টাটা ট্রাকসহ (ট্রাক নং ডই-২৩-৭০৯১) মোঃ আবুল হাসান (৪৪), পিতা-মৃত হাফিজ উদ্দিন, গ্রাম-কাশিপুর রোড-৯৯ এইচ/ফোর, পোষ্ট-কাশিপুর, থানা-কাশিপুর, জেলা-কোলকাতা এবং মোঃ আলাউদ্দিন মিস্ত্রি (৩৪), পিতা-মোঃ আকবর মিস্ত্রী, গ্রাম-পানিতর, পোষ্ট-পানিতর, থানা-বশিরহাট, জেলা-উত্তর চব্বিশ পরগনা, ভারতকে আটক করে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ, পিএসসি আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ভারতীয় নাগরিকদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত মাদকদ্রব্য এবং ট্রাকসহ সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।