
নিজস্ব প্রতিবেদক: ভোমরায় বিজিবি’র অভিযানে ভারতীয় ট্রাক থেকে ১০ বস্তা সুপারী ও ২০ বস্তা জন্মনিয়ন্ত্রণ সুখী বড়ি জব্দ করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা দিকে পণ্য খালাস করে ভারতে যাওয়ার পথে ভারতীয় দু’টি ট্রাক থেকে এ চোরাচালান পণ্য জব্দ করে ভোমরা বিজিবি বিওপির সদস্যরা। সূত্রে জানা গেছে, সাতক্ষীরা ভোমরা স্থল বন্দরের আল মামুন সিএন্ডএফ এজেন্টের মাধ্যমে সোমবার ভারতীয় দুইটি ট্রাকে ভারত থেকে পাথর লোড করে নাজমুল আলম মিলনের পার্কিংয়ে পাথর নিয়ে আসে। মঙ্গলবার সকালে ওই পাথর নাজমুল আলম মিলনের পার্কিংয়ে আনলোড করে যাওয়ার সময় ভারতীয় ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে ১০ বস্তা সুপারি ও ২০ বস্তা সুখী বড়ি নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি’র ভোমরা বিওপি’র কোম্পানী কমান্ডারের নেতৃত্বে ওই চোরাচালান জব্দ করে বিজিবি’র একটি টহলদল। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি মামলার প্রস্তুতি চলছিল। এদিকে, নাজমুল আলম মিলন ভোমরা সিএন্ডএফ কর্মচারি এসোসিয়েশনের সাধারন সম্পাদক বলে জানা গেছে। নাজমুল আলম মিলনের বিরুদ্ধে বিভিন্ন সময় চোরাকারবারির অভিযোগ রয়েছে।