
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার ভোমরার বাবু মার্কেটের মালিককে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে এবং মার্কেটের সুনাম নষ্ট করতে স্থানীয় কুচক্রী মহলের মদদে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন এ অভিযোগ করেন, সদর উপজেলার লক্ষিদাড়ি গ্রামের মৃত আহম্মদ আলী গাজীর ছেলে ও বাবু মার্কেটের মালিক গোলাম মোস্তফা বাবু।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি একজন সফল ব্যবসায়ী। দীর্ঘদিন অত্যান্ত সুনামের সাথে মৎস্যঘের পরিচালনা করে এসেছি। আমি জীবনে কোন দিন চোরাকারবারি, হুন্ডি বা কোন ধরনের ভারতীয় মালামাল আনা নেওয়ার সাথে জড়িত ছিলাম না। কিন্তু সম্প্রতি সাতক্ষীরার একটি স্থানীয় পত্রিকায় আমাকে জড়িয়ে একটি মিথ্যা, ভিত্তিহীন ও কাল্পনিক সংবাদ পরিবেশন করা হয়েছে। যার কোন তথ্য প্রমান নেই। প্রকৃতপক্ষে গত ৩ বছর পূর্বে আমি এবং আমার বড় ভাই গোলাম রসূলের নামীয় সম্পত্তি বিক্রয় করে ভোমরায় দুই ভায়ের নামে ৮ শতক জমি ক্রয় করে সেখানে ‘বাবু মার্কেট’ নামে একটি মার্কেট নির্মাণ করি। সেখানে বর্তমানে বিভিন্ন ব্যবসায়ীরা তাদের ব্যবসা পরিচালনা করে আসছেন। এতে স্থানীয় একটি কুচক্রী মহল ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়। এরই জের ধরে তারা পত্রিকার সাংবাদিককে ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে একটি মিথ্যা সংবাদ পরিবেশন করেছেন। উক্ত সংবাদের একাংশে ইতিপূর্বে আমি বিজিবি’র হাতে লবনসহ আটক হয়েছি ও আমার বিরুদ্ধে মামলা রয়েছে ইত্যাদি উল্লেখ করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি কখনও বিজিবির হাতে আটক হয়নি এবং আমার বিরুদ্ধে কোন ধরনের মামলাও নেই। শুধুমাত্র আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য এ ধরনের মিথ্যাচার করা হয়েছে। আমি উক্ত মিথ্যা ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে তিনি (বাবু) এ বিষয়ে যথাযথ তদন্তসহ উক্ত কুচক্রী মহলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।