নিজস্ব প্রতিবেদক: সদর উপজেলার ভোমরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের (শ্রীরামপুর) চারবারের নির্বাচিত সফল ইউপি সদস্য ও ভোমরা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসলেম আলী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন।(ইন্না লিল্লাহি……..রাজেউন)। মঙ্গলবার সকাল ৯টার সময় শ্রীরামপুর তার নিজের বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বেলা ১টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১.৩০টার সময় তিনি মৃত্যুবরন করেন। এদিন রাত্র ৯টার সময় জানাজা শেষে শ্রীরামপুর সরকারী কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ১পুত্র, ২মেয়ে ও স্ত্রী সহ অনেক গুনাগ্রাহী রেখে গেছেন। তার আকষ্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মরহুমের রুহের মাগফিরাত এবং শোক সস্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাতে মরহুম মোসলেম আলীর বাড়িতে তাৎক্ষনিক উপস্থিত হন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, কুলিয়ার সাবেক চেয়ারম্যান আছাদুল হক, ভোমরার ইউপি চেয়ারম্যান ইসরাইল বিশ^াস, ভোমরার সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য আল ফেরদৌস আলফা, ভোমরা ইউনিয়ন আ’লীগের সভাপতি গাজী আঃ গফুর, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, কুলিয়া আঞ্চলিক প্রেস ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান ও সাধারন সম্পাদক ওমর ফারুক মুকুল, ভোমরার প্যানেল চেয়ারম্যান মোনাজাত আলী, ভোমরার সি.এন্ড.এফ এ্যাসোসিয়েশন কর্মচারী সমিতির সভাপতি বাবু পরিতোষ কুমার ও সাধারন সম্পাদক নাজমুল আলম মিলন, ভোমরা হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ( রেজিঃ নং ১১৫৯) সভাপতি এরশাদ আলী ও সাধারন সম্পাদক তরিকুল ইসলাম, ভোমরা হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের ( রেজিঃ নং ১৯৬৪) সভাপতি আশরাফুল ইসলাম বাবলু ও সাধারন সম্পাদক রঞ্জু , ৭নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আব্দুস ছালেক বাবলু ও সাধারন সম্পাদক শওকত আলী গাইন ও সাবেক ছাত্রলীগ নেতা মাস্টার এনামুল হক প্রমুখ। উল্লেখ শ্রীরামপুরের মৃত দাউদ আলী মোড়লের ৩ ছেলে। গত ৮মাসের মধ্যে আপন তিন ভাই স্টোক জনিত কারনে মৃত্যু বরন করেন। প্রথম মৃত্যুবরন করেন ছোট ছেলে কবির হোসেন (৫১), দ্বিতীয়বারে মেঝে ছেলে সেলিম হোসেন (৫৩) ও সর্বশেষ বড় ছেলে মোসলেম আলী মেম্বর (৫৫) মৃত্যু বরন করেছেন।