
স্টাফ রিপোর্টার: জলাবদ্ধতায় শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে সাতক্ষীরা সদরের ভোমরার রাশিদা বেগম মাধ্যমিক বিদ্যালয়। সরেজমিন দেখা যায়, বিদ্যালয়ের চারিপাশে শুধু পানি আর পানি বিদ্যালয়ের ভিতরে শ্রেণিকক্ষ পানিতে থৈ থৈ করছে। জলাবদ্ধতা নিরসনে বিদ্যালয়ের কর্তৃপক্ষ (৩ আগষ্ট ২০২৩) বৃহস্পতিবার সকাল ১১টায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভার আয়োজন করেন। স্থানীয় সমাজ সেবক মো. বাশার আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা: রাশিদা খাতুন, সহকারি প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমানসহ বিদ্যালয় সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। এ সময় উপস্থিত ছিলেন ভোমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. রবিউল ইসলাম, ইউপি সদস্য মো. সাজ্জাদ হোসেন, ইউপি সদস্য সন্তোষ ঘোষসহ শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় বক্তারা বিদ্যালয়টিতে জলাবদ্ধতা নিরসন করে পুনরায় শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকে সে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সকলের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।