আব্রাহাম লিংকন, শ্যামনগর: রমজাননগর ইউনিয়নে ভেটখালী ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আতাউল হক দোলনের প্রচারণা-প্রচারণা উপলক্ষে ভেটখালী ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ ডিসেম্বর বিকাল ৪ টায় ভেটখালী ৬১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চত্বরে এ আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীগের সাবেক সভাপতি শেখ মাহমুদ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আনারুল হাসান, সাবেক ইউপি সদস্য আব্দুল গফফার তরফদার, সাধারণ সম্পাদক বাবু পতিত পবন, বাবু ধর্মদাশ কর্মকার, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল বারী, সদস্য ও সাংবাদিক হুমায়ুন কবির, মুক্তিযোদ্ধা বাবু পরিমল গায়েন প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম আল-মামুন।
ভেটখালী ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভা
পূর্ববর্তী পোস্ট