আব্রাহাম লিংকন, শ্যামনগর: শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালি গ্রামের ঈদগাহ সংলগ্ন ইটের রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা পড়ে আছে। দুটি গ্রাম মিলে একটা রাস্তা খানা গর্তে ভরে আছে। প্রতিনিয়ত ঘটছে মোটরসাইকেল দুর্ঘটনা। ৬১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল পড়ুয়া কোমলমতি শিশুদের পায়ে হেঁটে আসাতে যেয়ে পা স্লিপ করে পড়ে কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। জরুরী অসুস্থ রোগী নিয়ে যাওয়াটা অনেক ঝুঁকিপূর্ণ। এলাকাবাসীর দাবি ইটের সোলিংটি সংস্কার করে দিলে মানুষের চলাচল উপযোগী হবে। রমজাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আল মামুন জানান, আমি ব্যক্তিগত তহবিল থেকে ইটের খ, দিয়ে সংস্কার করে দেবো।
ভেটখালীতে ইটের রাস্তার বেহাল দশা, সংস্কারের দাবি
পূর্ববর্তী পোস্ট