নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা শহরের ইটাগাছায় প্রধান সড়ক দখল করে ভেকু মেশিনের গ্যারেজ বানিয়েছে বেল্লাল। প্রতিনিয়তই কোন কোন ভেকু মেশিন (এস্কেভেটর) রেখে সড়ক অনিরাপদ করছে সে। মাসের পর মাস ফুটপাত ও রাস্তার কিছু অংশ বন্ধ করে দিব্বি পার্কিং লট বানিয়েছে কন্ট্রাকটর বেল্লাল।
সরজমিনে দেখা যায়, প্রায় মাস চারেক ধরে রাস্তার ওপর ফেলে রাখা হয়েছে দুটি ভেকু মেশিন। এ ছাড়াও একটি মেশিন কাজে পাঠিয়ে দিলেও আরেকটি রেখে সে স্থান দখল করে। গত ২৯ সেপ্টেম্বর উচ্ছেদের সময় বেল্লালের দুটি মেশিন সরিয়ে নিতে বলা হলেও সে ভালো মেশিন নষ্ট, ঠিক করে সরিয়ে নিবে বলে জানায়। অন্যদিকে উচ্ছেদ অভিযান শেষ হলে এখন বলছে আমার ওপরে যোগাযোগ আছে তাই মেশিন সড়কেই থাকবে।
প্রতিদিনই কোন না কোন ছোট খাটো দূর্ঘনটা প্রতিদিনই ঘটছে এখানে। রাস্তার একপাশে মসজিদ থাকায় পাঁচ ওয়াক্ত রাস্তা পারাপারের জায়গাটিকেই গ্যারেজ বানিয়ে ফেলেছে বেল্লাল। ফুটপাথ ও রাস্তার কিছু অংশ দখল করে ভেকু মেশিন রাখায় গুরুত্বপূর্ণ ও জনাকীর্ন প্রধান সড়কের এ মোড়ে সাইড দেয়া বা নেওয়া যায়না। ফলে দুর্ঘটনার খড়গ মাথায় রেখেই চলাচল করতে হয় এ সড়কে।
সড়ক নিরাপদ ও চলাচল যোগ্য রাখতে অচিরেই মাসের পর মাস ফেলে রাখা এসব ভেকু মেশিন সরিয়ে দিতে সড়ক বিভাগের হস্তক্ষেপ কামনা করেছে সাধারণ জনগন।