আব্রাহাম লিংকন, শ্যামনগর: ভূয়া লাইসেন্স ব্যবহারে শ্যামনগরে সেবা ক্লিনিক সিলগালা করা হয়েছে। সোমবার বিকাল ৫ টায় মোবাইল কোর্ট পরিচালনাকালে ভূয়া লাইসেন্স ব্যবহার, চিকিৎসক বিহীন অপারেশন, পোস্ট অপারেটিভ রুম না থাকা, এনেস্থিসিয়া দেয়ার ট্যাকনিক্যাল লোক না থাকা, সদ্যোজাত শিশুকে বাইরের খাবার দেয়া, রেজিস্ট্রার ম্যানটেইন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে রোগী রাখাসহ নানা অনিয়মের কারনে সেবা ক্লিনিক সিলগালা করে দেওয়া হয়। ক্লিনিকে থাকা রোগীদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আরএমও ডাক্তার মো. তরিকুলসহ সঙ্গীয় পুলিশ ফোর্স।