আমিনুল ইসলাম বকুল, শ্যামনগর থেকে:
শ্যামনগর উপজেলার সৈদালীপুর গ্রামের ৩৮ ঘর ভূমিহীনদের ইজারা নেওয়া সম্পত্তি অন্যায় ও অবৈধ্যভাবে গায়ের জোরে জবর দখল করে বাড়ীঘর, মসজিদ ঘর ভাংচুর ও অগ্নীসংযোগ করে উচ্ছেদ করায় গুলি গফুরের ছেলে ভুমিদস্যু আলমগীর, ভোটুক, আতাউর, মাফু ও তাদের বাহিনীদের বিরুদ্ধে মানববন্ধন।
১৮ সেপ্টেম্বর সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্ত¡রে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সৈদালীপুর গ্রামের ৩৮ ঘর ভুক্তভোগী নারী-পুরুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন। তারা উক্ত জবর দখল কারীদের কবল থেকে ইজারাকৃত সম্পত্তি উদ্ধারের দাবী জানায়।