নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র প্রেসে না ছাপিয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনিসুর রহমান কর্তৃক প্রশ্নপত্র তৈরী করার অভিযোগ উঠেছে। একই সাথে সেই ভুলে ভরা প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে ভুলে ভরা প্রশ্ন নিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নিকট অভিযোগ দিলে তিনি জানান, পরবর্তীতে প্রশ্ন ঠিক করা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক ৯ম শ্রেণির মর্নিং শিপর্ট এর একজন শিক্ষার্থী জানান, ইংরেজি প্রশ্নের ৭ দাগের একটা লাইনই ছিল না, ৪ দাগের কবিতা অংশের প্রথম প্রশ্নটাও ভুল, প্যাসেজ’র বানান ভুল। নাম প্রকাশে অনিচ্ছুক ৭ম শ্রেণির একজন শিক্ষার্থী জানান, বাংলা পরীক্ষায় দৃশ্যপট ভুল, ৬ষ্ঠ শ্রেণির ইতিহাসেও নানাবিধ ভুলে ভরা প্রশ্নে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, বিদ্যালয় সংশ্লিষ্ট যাকে দিয়ে প্রশ্ন পত্র টাইপ করেছেন তার মেয়ে ঐ বিদ্যালয়ের প্রভাতি শাখার ৯ম শ্রেণির শিক্ষার্থী। ৯ম শ্রেণির গণিত প্রশ্ন একাধিক ভুল। এছাড়াও দাগ নম্বর ভুল, ভগ্নাংশের চিহ্ন ভুলসহ বিভিন্ন ভুলে ভরা প্রশ্ন নিয়ে পরীক্ষা দিয়ে অতিরিক্ত সময় নষ্ট হচ্ছে বলে জানায় একাধিক শিক্ষার্থী। বার্ষিক পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা হয়রানীর শিকার হওয়ায় অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রেস ও সরকারের রাজস্ব বঞ্চিত করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিসহ সংশ্লিষ্টদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।