জিয়াউর রহমান, শ্যামনগর থেকে:
২১ তুমি বাংলার মানুষের হৃদয়ভরা আশা, তোমার কারনে পেয়েছি আজ কাঙ্খিত মাতৃভাষা। মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে শ্যামনগর উপজেলা ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের আয়োজনে ৩নং খানপুর সরকারি প্রাথমিম বিদ্যালয়ে মাঠে দুই দিন ব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক ও সর্ব শেষ দিন ডে নাইট ৪ দলীয় ভলিবল টুর্নামেন্ট এর আয়োজন করা হয়েছে। সোমবার (২৭ ফেব্রয়ারী) সন্ধ্যা ৬টায় এই আকাশনী উরান্ত বলের দুরন্ত খেলা দেখতে হাজির হন ভুরুলিয়া ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়ন থেকে। মাঠ ভর্তি দর্শকরা আনন্দ উল্লাসে মেতে উঠে। সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন শ্যামনগর উপজেলা প্রশাসন ও ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ।
সভাপতিত্ব করেন কালিগঞ্জ রোকেয়া মুনছুর মহিলা কলেজের অধ্যক্ষ ও ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম জাফর আলম বাবু। প্রধান অতিথি হিসেবে ছিলেন সাতক্ষীরা-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথি হিসাবে ছিলেন জনাব এস এম আতাউল হক দোলন চেয়ারম্যান উপজেলা পরিষদ শ্যামনগর সাতক্ষীরা, উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ড. আনছার আলী, বিশিষ্ট সমাজ সেবক মোঃ বাহারুল ইসলাম বাবু। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শ্যামনগর থানা অফিসার ইনচার্জ মুহাঃ নূরুল ইসলাম বাদল। তিনি বলেন, আমি চাই সব সময় যুবসমাজ খেলাধুলো আনন্দ মনোজ্ঞ সাংস্কৃতি বিনোদনের মধ্য দিয়ে এগিয়ে আসুক। তবে, আমার জানামতে এই ভুরুলিয়া ইউনিয়ন মাদকমুক্ত ইউনিয়ন। যদি কেহ যদি মাদকে আসক্ত বা মাদক ব্যবসায়ের সাথে জড়িত থাকেন তাহলে, আমার প্রশাসনের পক্ষ থেকে আইনের আওতায় আনা হবে। কোনরকম ছাড় পাবে না।
এসময় অনুষ্ঠানের সভাপতি ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ একেএম জাফর আলম বাবু বলেন, মাদকে না বলি, অপরাধ মুক্ত সমাজ গড়ি। এই স্লোগানকে সামনে রেখে আমার এলাকার যুব সমাজদের সুরক্ষিত রাখার জন্য এই ভলিবল টুর্নামেন্ট ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। আমি আশা করি আমার এলাকার যুব সমাজ মাদককে না বলে ক্রীড়াকে আকড়ে ধরতে সক্ষম হবে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার দেশের সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছেন। সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে মনটাকে উৎফুল্ল রাখা যায়। যার ফলে বৃদ্ধি পায় শিক্ষার হার। এ ধরনের খেলাধুলার আয়োজন করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ্য, সবল ও সৎ পথে রাখা যায়। তাই ইউনিয়নের খেলাধুলাকে বহুদূর এগিয়ে নিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এসব খেলাধুলায় সহযোগিতা করার আহবান জানাই।
উক্ত ভলিবল টুর্নামেন্টে অংশ নেন ভুরুলিয়া ইউপি ভলিবল একাদশ, ঈশ্বরীপুর ইউপি ভলিবল একাদশ, রতনপুর ইউপি ভলিবল একাদশ ও আশাশুনি ইউপি ভলিবল একাদশ। খেলাটি তুমুল লড়াইয়ের মাধ্যমে ভ‚রুলিয়া ইউপি ভলিবল একাদশ ও ঈশ্বরীপুর ইউপি ভলিবল একাদশ ফাইলাল খেলায় অর্জন করে। ফাইনালে হাড্ডা-হাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে ভ‚রুলিয়া ইউপি ভলিবল একাদশ ঈশ্বরীপুর ইউপি ভলিবল একাদশকে দুই গেম দিয়ে জয়লাভ করে। খেলা শেষে বিজয়ী দলের অধিনায়ক মোঃ কামাল হোসেনের হাতে পুরষ্কার তুলে দেন ভ‚রুলিয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ একেএম জাফর আলম বাবু। রানার্সআপ দলের অধিনায়ক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর হাতে পুরষ্কার তুলে দেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ বাহারুল ইসলাম বাবু। ভ‚রুলিয়া ইউপি ভলিবল একাদশে খানপুর শেখ অজিয়ার রহমানের পুত্র রাশিদুল ইসলাম (বিশেষ ক্ষমতা সম্পন্ন/ অটিজম) এবং শ্যামনগর ভলিবল ফেডারেশনের প্রবীন খেলোয়াড় মোঃ কামাল হোসেন বাবু এদের দুই জনের খেলা দেখে দর্শকদের মন কেড়েছে।
খেলাটি পরিচালনা করেন, কবির হোসেন ও মনিরুজ্জামান বাবু। খেলায় স্বাস্থ্য সেবায় নিয়োজিত ছিলেন, গ্রাম ডাক্তার মোবাশ্বের হোসেন মানিক। এসময় উপস্থিত ছিলেন, ভুরুলিয়া ৭নং ওয়ার্ড সদস্য মোঃ শুকর আলী, ৯নং ইউপি সদস্য মোঃ আব্দুল মজিদ, সমাজ সেবক মোঃ বকুল, ভ‚রুলিয়া আ’লীগের ৭নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ মুজিবার রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, মোঃ সিরাজুল ইসলাম বাবু।