নিজস্ব প্রতিবেদক:
“বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসি” এই স্লোগানকে সামনে রেখে ‘ভলেন্টিয়ার ফর বাংলাদেশ’ (ভিবিডি) সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘কনসার্ট ফর সুন্দরবন’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংগঠনের সভাপতি মো. হোসেন আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদও আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় এমপি রবি তার বক্তব্যে বলেন, “আমি বিভিন্ন ফোরামে সুন্দরবনকে রক্ষা করতে বোর্ড গঠনের দাবি জানিয়েছি। সেই সাথে আমাদের উপকূলীয় এলাকায় স্থায়ী বেড়ি বাঁধ নির্মাণের জন্য মহান সংসদে প্রস্তাব রেখেছি। সুন্দরবনকে রক্ষা করতে সকলের সহযোগিতা দরকার। আমরা ছোট বেলায় ঘূর্ণিঝড়, বন্যা, সাইক্লোন তেমন দেখিনি। কিন্তু বর্তমানে বন্যা ঘূর্ণিঝড় ভূমিকম্প আমাদের উপর বারবার আঘাত হানছে। তিনি আরো বলেন ভলেন্টিয়ার ফর বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখা সামাজিক উন্নয়নে আত্মমানবতার সেবায় যে কাজ করছে সেটি প্রশংসনীয়।”
এসময় উপস্থিত ছিলেন ভিবিডি সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি সুব্রত হালদার, ভিবিডির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিল, প্রজেক্ট অফিসার তরিকুল ইসলাম, হাবিবুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে বর্ণামালা একাডেমির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় ভলেন্টিয়ার ফর বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সদস্যরা উপস্থিতি ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন এস এম বিপ্লব হোসেন।