ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরা জেলা বোর্ড নির্বাচন অনুষ্ঠিত হয়েছে...(তথ্য বিবরণী)। মঙ্গলবার সকাল ১০ টা থেকে বেলা ২ টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে জেলা কমিটির ৩১ জন সদস্য অনলাইনের মাধ্যমে ভোট প্রদান করেন। ৭ পদের বিপরীতে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয় একই দিন রাত ১১ টায়। প্রাপ্ত ফলাফলে সুব্রত হালদার সভাপতি এবং মো. হোসেন আলী সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এছাড়াও সহ-সভাপতি পদে আফসানা মিমি, এইচআরও পদে আসিফ হাসান, কোষাধ্যক্ষ পদে শেখ হাবিব, প্রজেক্ট অফিসার পদে শেখ রাসিফুজ্জামান এবং পাবলিক রিলেশন অফিসার পদে মো. সাইমুন হাসনাত সাকিব নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, জাগো ফাউন্ডেশনের ইয়ুথ উয়িং ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ’ ২০১৯ সালে সাতক্ষীরায় কার্যক্রম শুরু করে। করোনা পরিস্থিতি ও আম্পানে সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করে সংগঠনটি ইতোমধ্যে দেশে সাড়া ফেলেছে।