এস,এম,মুকুল (ব্রহ্মরাজপুর) সাতক্ষীরা সদর থেকে :
সাতক্ষীরা সদর উপজেলা ব্রহ্মরাজপুর বাজার কমিটির নির্বাচন পরিচালনার লক্ষ্যে বাজারে সকল দোকানদার ও ব্যাবসায়িদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর (বুধবার) সন্ধ্যায় ডি, বি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবে ব্রহ্মরাজপুর বাজার কমিটির আহŸায়ক সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর আইনুল ইসলাম নান্টার সভাপতিত্বে ও সাবেক মেম্বার খুরশিদ আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম।
তিনি তার বক্তব্যে বলেন, আপনাদের জন্য সদর থানার দরজা খোলা । আমার সাথে কথা বলতে আপনাদের কোন লোক লাগবে না। আপনারা আইন হাতে তুলে নেবেন না। এ সময় সকলের সকল প্রকার আইনগত সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। আসন্ন দ‚র্গা উৎসবে আইন শৃঙ্খলা রক্ষার জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি যাতে কোন আইন-শৃঙ্খলা বিঘœত না হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুলিহর ব্রহ্মরাজপুর বাজার কমিটির সদস্য সচিব প্রভাষক শেখ আব্দুল ওয়াদুদ। এছাড়াও বক্তব্য রাখেন ব্রহ্মরাজপুর বাজার কমিটির সদ্য সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হোসেন৷অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধুলিহর, ব্রহ্মরাজপুর বাজার কমিটির নির্বাচন পরিচালনার লক্ষ্যে গঠিত আহŸায়ক কমিটির সদস্য মোঃ শাহাদাত হোসেন বাবু, মোঃ জাকির হোসেন, মোস্তাক আহমেদ, আবু হাসান, শামীম সানা, সুবীর সাহা, আনারুল ইসলাম, নিখিল আঢ্য প্রমুখ।