আতিয়ার রহমান, মনিরামপুর (যশোর ) থেকে:
দীর্ঘ দুই বছর পর এবার যশোরের গদখালী ও পার্শ্ববর্তী এলাকার ফুল চাষীদের মুখে হাসি ফুটে উঠেছে। এবার বসন্ত উৎসব ও ভালবাসা দিবস উপলক্ষে ২০ কোটি টাকার বেশি ফুল বিক্রি হবে বলে জানান ফুল চাষীরা।প্রতিদিন কাক ডাকা ভোরে ফুল চাষীরা ফুল বিক্রি করতে আসে গদখালী বাজারে ,যশোর জেলার বিভিন্ন উপজেলা সহ বিভিন্ন জেলা থেকে ফুল ক্রয় করতে আসেন ফুল ব্যবসায়ীরা।
ফুল চাষীরা জানান গত দুই বছর করোনা মহামারী আম্ফান সহ বিভিন্ন সমস্যার কারণে আমাদের ব্যবসা ছিলোনা বললেই চলে এবার বসন্ত উৎসব, ও ভালবাসা দিবস উপলক্ষে বিভিন্ন উপজেলা ও জেলা থেকে ফুল ব্যবসায়ী এসছে ফুল কিনতে এবার আশাকরি আমাদের ১৫থেকে বিশ কোটি টাকার ফুল বিক্রি হবে।
যশোরের গদখালী এলাকায় ছয় হাজারের মতো ফুল চাষী আছে ১৬শ হেক্টর জমিতে তারা ফুল চাষ করে ঝিকরগাছা গদখালী পানিশারা নাভারণ সহ বিভিন্ন মাঠে ১১ রকমের ফুল চাষ করতে দেখা যায়। মাঠ জুড়ে রজনীগন্ধা,গাধা, গোলাপ,গøাডিওলাস,জারবারা,জীবসী,রডস্টিক,কলনডালা, চন্দ্রমল্লিকা,সহ বিভিন্ন ধরনের ফুলের সৌরভ ছড়াচ্ছে।
গদখালীতে এবার নতুন ফুল টিউলিপের চাষ করে জনপ্রিয় হয়ে উঠেছে ফুল চাষীরা, প্রতিবছর ফুল চাষীরা নতুন কিছু উপহার দেন ফুল প্রেমিদের এবছর তাদের জন্য নতুন উপহার টিউলিপ।
বর্তমানে প্রতিটি গোলাপ ফুল বিক্রি হচ্ছে ২০ টাকা যা আগে বিক্রি হতো দুই তিন টাকায়। গাধা ফুল হাজার প্রতি ছয় থেকে ৭০০ টাকা বিক্রি হচ্ছে যা আগে ছিল দুই থেকে ৩০০ টাকা। এইভাবে বসন্ত উৎসব ও ভালবাসা দিবস উপলক্ষে প্রতিটি ফুলের দাম বেড়ে ফুল চাষীদের মুখে হাসি ফুটে উঠেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত ফুল চাষীদের সরকার সহায়তা করেছে পাশাপাশি ফুল চাষ বৃদ্ধি ও আধুনিক হয় সেই দিকে সরকার নজর দিচ্ছে। বাংলাদেশ ফ্লইয়ার সোসাইটির একাংশের সভাপতি বলেন, এবার বিভিন্ন কারণে ফুল বিক্রি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়নি তবে ধারণা করা হচ্ছে বসন্ত উৎসব ও ভালবাসা দিবস উপলক্ষে ২০ থেকে ২৬ কোটি টাকার ফুল বিক্রি হতে পারে।
এছাড়াও দেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন গদখালী ফুলের রাজ্যে দেখতে ভীড় জমায়। মনিরামপুর থেকে ডাক্তার আনিস জামান পরিবার নিয়ে যে টিউলিপ ফুল দেখতে আসে গদখালী জানতে চাইলে তিনি বলেন গদখালী এবার নতুন করে টিউলিপ ফুলের চাষ করা হয়েছে এই জন্য পরিবারের সবাইকে নিয়ে ফুলের রাজ্য দেখতে এসেছি।