আমীরুল ইসলাম, রাজীব: সাতক্ষীরা সদর উপজেলার ঐতিহ্যবাহী ভালুকা চাঁদপুর জামে মসজিদের সভাপতি মো. লুৎফর রহমান চৌধুরী গতকাল বিকাল ৫.১০ ঘটিকার সময় তার নিজ বাস ভবনে মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহ ... রাজিউন)। তিনি দীর্ঘ দিন ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি ড. মইনূর রহমান চৌধুরীর ও ৮নং ধুলিহর ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান চৌধুরীর বড় ভাই। মৃত্যুকালে তার বয়স ৭২ ছিল। তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই কন্যা বহু আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ আজ বাদ জোহর ভালুকা চাঁদপুর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ।