
নিজস্ব প্রতিবেদক: ভারত থেকে দলে দলে দেশে ফিরছে আশাশুনির ক‚ল্যা ইউনিয়নের অন্তত অর্ধশত মানুষ। কেউ পাসপোর্টে ওপারে গিয়েছিল কাজে, আবার কেউবা বিনা পাসপোর্টে।
ভারত ফেরত এ সব শ্রমজীবি মানুষ বাধ্যতামূলক ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন মানছে না। আশাশুনির থানা পুলিশ ও স্থানীয় চেয়ারম্যন আগতদের নানাভাবে বুঝালেও তারা কর্ণপাত করছে না। ক‚ল্যা ইউনিয়নের দাঁদপুর, মহাজনপুর, আইতলা গ্রামে ভারত ফেরতরা চুটিয়ে ঘুরে বেড়াচ্ছে।